চট্টগ্রাম: রবীন্দ্রনাথ সাহিত্য ও কর্মজীবনে আমাদের অসাম্প্রদায়িক হয়ে উঠতে অনুপ্রাণিত করেছেন বলে মন্তব্য করেছেন একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, খ্যাতিমান সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন।
নগরের সিআরবি শিরীষতলায় রোববার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আয়োজিত অমর একুশে বইমেলা মঞ্চে রবীন্দ্র উৎসব প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, রবীন্দ্রনাথ শুধু বাংলা সাহিত্যের নয় বিশ্ব সাহিত্যেরও সম্পদ। তাঁর কলমে আমাদের সমাজ এবং সংস্কৃতি নির্মিত হয়েছে।
ড. অনুপম সেন বলেন, রবীন্দ্রনাথ তাঁর কবিতা ও প্রবন্ধে জাতির সংকট মোচনে এক মহামানবের প্রত্যাশা করেছিলেন। বাঙালি জাতির চরম ক্রান্তিলগ্নে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার বিশ্বাস বঙ্গবন্ধুই কবিগুরুর সেই মহামানব।
তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে বাংলা ভাষা ও সাহিত্যকে পৌঁছে দিয়েছেন বিকাশের চূড়ান্ত সোপানে। আর মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য বাঙালি জাতি ১৯৫২ সালে বুকের তাজা রক্ত দিয়ে বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের আত্মমর্যাদা সুপ্রতিষ্ঠিত করেছে।
সৃজনশীল প্রকাশক পরিষদ ও নাগরিক সমাজের সহযোগিতায় সম্মিলিতভাবে আয়োজিত বইমেলার মঞ্চে রবীন্দ্র উৎসবে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ড. আনোয়ারা আলম। বক্তব্য দেন বইমেলা কমিটির আহবায়ক কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক ও কাউন্সিলর মোহাম্মদ শহীদুল আলম।
আলোচনা সভা শেষে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন অভ্যুদয় সঙ্গীত অঙ্গন, ঘুঙুর নৃত্যকলা একাডেমি, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, শিল্পী রূপসী হোড়, এনড্রিল ভিনসেন্ট ক্রাউলি, অনিন্দিতা মুৎসুদ্দী।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় বইমেলা মঞ্চে নজরুল উৎসব অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোহীত উল আলম।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৪
এআর/পিডি/টিসি