ঢাকা, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এমবিবিএস ভর্তি পরীক্ষা: জাতীয় মেধায় ৩য় চট্টগ্রামের জামি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
এমবিবিএস ভর্তি পরীক্ষা: জাতীয় মেধায় ৩য় চট্টগ্রামের জামি ...

চট্টগ্রাম: ২০২৩-২৪ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় তৃতীয় স্থান অর্জন করেছেন চট্টগ্রামের ছেলে আহমদ আব্দুল্লাহ জামি।  

রোববার (১১ ফেব্রুয়ারি) ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এসএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাস করেন। ৯১.৫ নম্বর পেয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

 

আহমদ আব্দুল্লাহ জামি জানান, এই যাত্রা মোটেও সহজ ছিল না। ফলাফল জেনে আমার বাবা খুশি হয়েছেন। পরীক্ষার হলে আমি নিজেকে ভীতিমুক্ত রাখতে চেয়েছি। বিভিন্ন পরীক্ষা দেওয়ার মাধ্যমে ভীতি কাটানোর চেষ্টা করেছি। পরীক্ষার হলে এক ঘণ্টা সময়ে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি।  

এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯  হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। ভর্তি পরীক্ষায় ছেলেদের পাসের হার ৪০.৯৮% (২০ হাজার ৪৫৭) এবং মেয়েদের পাসের হার ৫৯.০২% (২৯ হাজার ৪৬৬)। সরকারি মেডিক্যাল কলেজে সুযোগপ্রাপ্ত ছেলের সংখ্যা দুই হাজার ৩১২ জন (৪৩. ২৬ শতাংশ)।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।