ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে বিদ্যুতের গ্রাহক হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
বোয়ালখালীতে বিদ্যুতের গ্রাহক হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন  ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে পল্লী বিদ্যুতের গ্রাহকদের হয়রানিসহ নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলা সদরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক কাজী আয়েশা ফারজানার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মো. লোকমান চৌধুরী, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রতিষ্ঠাতা অধীর বড়ুয়া, শাহ আলম বাবলু, মো. শাহেদ হোসাইন শাহেদ, আমিরুল ইসলাম জাহিদ, মছিবুর রহমান বাবুল প্রমুখ।

বক্তারা বোয়ালখালী পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী সিএনজি অটোরিকশা-অটোটেম্পু-হালকাযান চালক ও মালিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক  মো. ইদ্রিস,আলী আজম, মো. রুবেল, মো. জামাল, মিল্টন দাশ, দোলন নাথ, বিশ্বজিৎ বড়ুয়া, সমর বড়ুয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।