চট্টগ্রাম: এরশাদবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক, শ্রমিক নেতা মোহাম্মদ আলী মৃত্যুবরণ করেছেন। তিনি রাষ্ট্রায়ত্ত প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাচিত সিবিএ নেতা ছিলেন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সীতাকুণ্ড উপজেলার লতিফপুরে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মোহাম্মদ আলীর মৃত্যুতে শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অধ্যাপক অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর এবং সীতাকুণ্ড উপজেলার সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন মাহমুদ ও সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী।
শোকবার্তায় সিপিবি নেতারা বলেন, মোহাম্মদ আলী একজন কমিউনিস্ট সংগঠক হিসেবে একাধারে শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, আবার দেশের গণতান্ত্রিক রাজনীতির সংগ্রামেও তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। ১৯৮৭ সালে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নুর হোসেন নিহত হওয়ার দিন তিনিও গুলিতে আহত হয়েছিলেন। সীতাকুণ্ড উপজেলায় সিপিবির রাজনীতি সংগঠিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাচিত সিবিএ নেতা হিসেবে তিনি শ্রমিকদের স্বার্থের প্রশ্নে আপসহীন ছিলেন। আমৃত্যু তিনি একজন নীতিনিষ্ঠ সংগঠক হিসেবে দেশের কল্যাণে কাজ করে গেছেন।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
এসি/টিসি