ঢাকা, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটা হচ্ছে: ডা. শাহাদাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটা হচ্ছে: ডা. শাহাদাত

চট্টগ্রাম: মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, জনগণ বাঁচতে চান এবং দেশকে বাঁচাতে চান। আজকে দেশের মানুষের পেটে খাবার নেই।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে। এই মূল্য বৃদ্ধির পেছনে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা জড়িত।
তারা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কেটে দেশের বাইরে অঢেল সম্পদ বানাচ্ছে। আর দ্রব্যমূল্য, জনগণের সমস্যা ও অভাব নিয়ে জনগনের সাথে রসিকতা করা হচ্ছে ।

 বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে নগরের লালদীঘির পাড়ে জহুর মার্কেটের সামনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা পরিষদ চত্বর, লালদীঘির পাড়, জহুর মার্কেট ও সিনেমা প্যালেস এলাকায় স্থানীয় দোকানদার, পথচারী, যানবাহনের যাত্রী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

ডা. শাহাদাত হোসেন বলেন,  প্রতিবাদের সব গণতান্ত্রিক কার্যক্রম রাষ্ট্রযন্ত্রের অপপ্রয়োগের মাধ্যমে বাধাগ্রস্ত করা হচ্ছে। জনগণ এই পরিস্থিতির অবসান চান। সব শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।  

কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় পথসভায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, আবদুল মান্নান, সদস্য হারুন জামান, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম। বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা সিহাব উদ্দিন মোবিন, মো. ইদ্রিস আলী, ইউছুপ শিকদার, ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম মফিজ উল্লাহ, আলাউদ্দিন আলি নুর ও সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।