ঢাকা, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক ছাত্রলীগের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক ছাত্রলীগের

চট্টগ্রাম: শিক্ষামন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর পক্ষে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক স্থাপন করেছে পাঁচলাইশ থানা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) নগরের হামজারবাগে রহমানিয়া উচ্চ বিদ্যালয় সম্মুখে পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন রবিনের  উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

 

কর্মসূচির বিষয়ে মোহাম্মদ হোসেন রবিন বলেন, শিক্ষামন্ত্রী হিসরবে ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল মহোদয় দ্বায়িত্ব নেয়ার পর থেকে শিক্ষা ব্যবস্থাকে স্মার্ট করার লক্ষ্যে গুণীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিরামহীন কাজ করে যাচ্ছেন। আমরা তার কর্মী হিসেবে এই ধারাকে অব্যহত রাখতে এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আগামীর ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে "রূপকল্প ভিশন-২০৪১" বাস্তবায়নের লক্ষ্যে স্মার্ট চিন্তাভাবনার মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের জন্য ইতিবাচক কাজ করার চেষ্টা করে যাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা রকিবুল হাসনাত আবু জুয়েল জিদান, অহিদ চৌধুরী জনি, তৌহিদুল ইসলাম হৃদয় মো. আব্দুলাহ ও মো.সাকিব  প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।