ঢাকা, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দুই দফায় চবিতে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৬ 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
দুই দফায় চবিতে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৬ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: দুপুরে একদফা সংঘর্ষের পর রাতে ফের সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের দুই উপগ্রপ সিক্সটি নাইন ও সিএফসি। এতে আহত হয়েছে অন্তত ৬ জন।

তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি)  রাত ৮টা থেকে থেমে থেমে চলছে দুই পক্ষের সংঘর্ষ।

 

সংঘর্ষে সিক্সটি নাইন গ্রুপের অনুসারীরা শাহজালাল হলের সামনে ও সিএফসি গ্রুপ আমানত হলের সামনে অবস্থান নিয়ে ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটাতে দেখা গেছে।  

জানা গেছে, সিএফসি গ্রুপের এক কর্মীকে মারধর করে সিক্সটি নাইনের কর্মীরা। এর জের ধরে শুরু হয় সংঘর্ষ। রাত পোনে ১০টা অবধি সংঘর্ষ চলমান রয়েছে।

সহকারী প্রক্টর মোহাম্মদ রোকন উদ্দিন বলেন, সন্ধ্যার পরে আমানত হলের এক ছাত্র মারধর করে শাহজালাল হলের কিছু ছাত্র। এরপর থেকে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়৷ আমরা পরস্থিতি সামাল দিতে হলের ভেতরে ঢোকার চেষ্টা করছি। কিন্তু ইটপাটকেলের নিক্ষেপের কারণে ভেতরে প্রবেশ করা যায়নি এখনো। পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।