চট্টগ্রাম: জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা শুরু হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নগরের এনায়েত বাজার মহিলা কলেজ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধন হয়।
এসময় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ আমাদের সবসময় পথ দেখিয়ে চলেন। সুখ দুঃখ আনন্দ বেদনায় যেমন রবীন্দ্রনাথে আমরা প্রেরণা খুঁজি তেমনি অসাম্প্রদায়িক সমাজ গঠনেও তিন পথপ্রদর্শক। আমাদের চলার পথের দিশারি বিশ্বকবি। তাই যত বেশি রবীন্দ্রচর্চা হবে ততই সমাজ ও দেশ আলোকিত হবে। মানুষের মানবকি ও সামিজক সত্ত্বা জাগ্রত হবে।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন শিল্পী এ টি এম জাহাংগীর, রোকাইয়া হাসিনা, হিমাদ্রি শেখর ও কাঞ্চন মোস্তফা। কিশোর বিভাগ (অনুর্ধ-১৬ বছর) ও সাধারণ বিভাগে (১৬ বছরের উর্ধ্বে) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সাধারণ বিভাগ থেকে মেধাক্রম অনুসারে প্রথম মানে প্রথম হয়েছে অমিতা বড়ুয়া, ঐন্দ্রিলা চৌধুরী ও প্রাচী সেন। কিশোর বিভাগে মেধা অনুসারে প্রথম মানে প্রথম হয়েছে ঋষিতা মল্লিক ও পৃথুলা চৌধুরী এবং প্রথম মানে দ্বিতীয় হয়েছে পূর্নীতা দে ও অন্তিক পাল। তারা ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
এমআর/টিসি