ঢাকা, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাউদার্ন ইউনিভার্সিটিতে আইন বিভাগের উদ্যোগে ল’ফেস্ট 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
সাউদার্ন ইউনিভার্সিটিতে আইন বিভাগের উদ্যোগে ল’ফেস্ট 

চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র আইন বিভাগের ৪৭, ৪৮ ও ৪৯ ব্যাচের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ল’ফেস্ট ও বিদায় অনুষ্ঠান।

সম্প্রতি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।

আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক মহিউদ্দিন খালেদ সভাপতিত্বে ল’ফেস্ট গেস্ট অব অনার ছিলেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক।

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ ড. শরীফ আশরাফউজ্জামান, খাগড়াছড়ি অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. নেজাম উদ্দীন এবং চট্টগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ জসিম উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র মহান মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। এসময় তিনি সবার প্রতি অনুপ্রেরণামূলক উপদেশ ও শুভ কামনা জ্ঞাপন করেন।

উপাচার্য প্রকৌশলী অধ্যাপক মো. মোজাম্মেল হক এমন আয়োজন করায় বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ধন্যবাদ করেন।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রধান মো. ইয়াসিন, সহকারী অধ্যাপক মুর্তুজা ইসলাম জোহানযেব তারেক, সুরাইয়া মমতাজ, রওশন ফারহানা এবং আইন বিভাগের প্রভাষক খাদিজাতুল কোবরা মারিয়া, মো. জাহেদুল ইসলাম ও তারিন হাসান।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।