ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চান্দগাঁও থেকে যাবজ্জীবন কারাদণ্ডের আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
চান্দগাঁও থেকে যাবজ্জীবন কারাদণ্ডের আসামি গ্রেপ্তার ...

চট্টগ্রাম: গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ডাকাতির মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জুয়েল মোল্লাকে নগরের চান্দগাঁও থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। জুয়েল মোল্লা (২৬), একই থানার মাজদা এলাকার জমশেদ মোল্লার ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার জানান, কাশিয়ানী থানার ডাকাতি মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জুয়েল মোল্লা নগরের চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে জুয়েল মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

জুয়েল নিজেকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।