ঢাকা, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শেষ হলো উদ্যোক্তা চট্টগ্রামের মেলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
শেষ হলো উদ্যোক্তা চট্টগ্রামের মেলা

চট্টগ্রাম: দেশের নারী উদ্যোক্তাদের নিয়ে উদ্যোক্তা চট্টগ্রামের আয়োজিত তিন দিনের মেলা শেষ হয়েছে।  

চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুর মেজবান হলে আয়োজিত এই মেলায় দেশের বিভিন্ন স্থানের ৭০ জন নারী উদ্যোক্তা মেলায় অংশ নেন।

গত ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া এই মেলা শেষ হয় বুধবার (২১ ফেব্রুয়ারি)।  

এছাড়াও সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ২০০ জন নারীকে সম্মাননা প্রদান করা হয় উদ্যোক্তা চট্টগ্রামের পক্ষ থেকে।

এছাড়া একুশের স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন স্কুলের ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে তিন ক্যাটাগরিতে ৯ জনকে পুরস্কৃত করা হয়।  

উদ্যোক্তা চট্টগ্রামের নির্বাহী প্রধান সোনিয়া আজাদ বলেন, 'প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে নারী উদ্যোক্তাদের সুবিধা অসুবিধা নিয়ে আমরা কাজ করি। ঢাকা, টাঙ্গাইল বিক্রমপুর সহ দেশের বিভিন্ন স্থানের উদ্যোক্তাদের এক ছাদের নিচে এনে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যেই মেলাটি আয়োজন করেছি। সফলভাবে আয়োজন সম্পন্ন করতে পারায় আমরা তৃপ্ত। '

এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর যুবলীগ এর সিনিয়র সহ সভাপতি দেবাশীষ পাল দেবু, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবুল হাসনাত বেলাল, বিশিষ্ট নারী উদ্যোক্তা এবং ফ্যাশন ডিজাইনার রওশনারা চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।