চট্টগ্রাম: নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে দগ্ধ রবি আলম নামে ৫ বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ওই অগ্নিকাণ্ডে দগ্ধ তিন শিশু মারা গেছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার ভোরেও মোবাশ্বেরা নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়।
এর আগে শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভাসানচরে দগ্ধ ৫ শিশুসহ ৭ জনকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাসেল নামে তিন বছর বয়সী এক শিশুকে মৃত ঘোষণা করেছিলেন।
পাঁচলাইশ থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) সালমা বাংলানিউজকে বলেন, চিকিৎসাধীন অবস্থায় ভোরে মোবাশ্বেরা ও সন্ধ্যায় রবি আলম নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বাকি ২ শিশুর অবস্থা আশংকাজনক।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৪
বিই/পিডি/টিসি