ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হ্যান্ডবল তৃণমূলে ছড়িয়ে দিতে ইস্পাহানি স্কুল টুর্নামেন্ট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
হ্যান্ডবল তৃণমূলে ছড়িয়ে দিতে ইস্পাহানি স্কুল টুর্নামেন্ট ...

চট্টগ্রাম: হ্যান্ডবল একাডেমি চট্টগ্রামের ব্যবস্থাপনায় ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজের পৃষ্ঠপোষকতায় বুধবার (২৮ ফেব্রুয়ারি) মাঠে গড়াচ্ছে ‘ইস্পাহানি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২৪’। নগরের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ইনডোর মাঠে এ খেলার উদ্বোধন হবে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হ্যান্ডবল একাডেমি চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ মঈনুল ইসলাম।

বিশেষ অতিথি থাকবেন উইং ম্যানেজার নুর নবী।  

ইস্পাহানি টি লিমিটেড চট্টগ্রামের হ্যান্ডবল তৃণমূলে ছড়িয়ে দিতে এবং হ্যান্ডবল খেলার প্রসারের লক্ষ্যে ২০টি স্কুল (বালক-১১টি, বালিকা-৯টি) নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে জানান মোহাম্মদ মারুফ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক তানজিনা রহমান, সমন্বয়ক মাসুদ বাবু, আহসানুল ইসলাম সুজন, আপেল মাহমুদ, সুমন সাহা, মোহাম্মদ সোহেল হোসেন, সাইফুল ইসলাম, সংগন মুরং, রুবেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।