ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নির্ভীক রাজনীতিক ছিলেন নুরুল হুদা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
নির্ভীক রাজনীতিক ছিলেন নুরুল হুদা

চট্টগ্রাম: কদমতলী মহল্লা কমিটির উপদেষ্টা নুরুল হুদার মৃত্যুতে  শোক সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মার্চ) মহল্লার মিলনায়তনে  সংগঠনের প্রধান সর্দ্দার আলহাজ্ব নুরুল ইসলাম নুরু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চসিকের সাবেক প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নুরুল হুদা একজন নিরভ সমাজসেবক, ধার্মিক, সৎ ও নির্ভীক রাজনীতিক কর্মী ছিলেন।  

মরহুমের মাগফেরাত কামনা করেন তার কর্মময় জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য দিক ও কর্মকান্ড নিয়ে আলোচনা করেন সদরঘাট থানা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর চৌধুরী, বন্দর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, ২নং ওয়াার্ড আওয়ামী লীগ সভাপতি আলী বক্স, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, বায়তুল জান্নাত মহল্লার মূখ্য সর্দ্দার শওকত আলী ও চেয়ারম্যান মুনির আহমদ, উপ প্রধান সর্দ্দার ইকরামুল হুদা, আবদুস শুক্কুর সর্দ্দার, কমক সদস্য সচিব বদরুল হুদা মুরাদ, সাংবাদিক আলাউদ্দিন হোসেন দুলাল সর্দ্দার, আহমেদুর রহমান সর্দ্দার, মাহবুব আলম সর্দ্দার, আবদুল খালেক সর্দ্দার, ইরফান হোসেন ইনু।

মো. আবদুল নাহিদ সর্দ্দারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কমক উপদেষ্টা খয়রাতুজ্জামান, দরফ আলী, উপ-প্রধান সেকান্দর মিয়া সর্দ্দার, লিয়াকত আলী সর্দ্দার, শামসুল আলী সর্দ্দার, মহসিন বেগ সর্দ্দার, সিজেকেএস কাউন্সিলর জসিমুল হুদা, শামসুল হুদা, নাজমুল হুদা, কমক কার্য্যকরী সর্দ্দারদের মধ্যে আনিসুর রহমান, ইউনুস কেরু, মোবারক আলী, বখতিয়ার উদ্দিন, মো. নাছির, শেখ আহমদ, আবদুল সবুর, ইয়াছিন সেকান্দর আলী, দিলদার হোসেন, সেকান্দর আহমদ, ইসমাইল, ইসমাইল মিয়া, নোয়াব মিয়া, আমিনুর রহমান, ইউসুফ, আমির খান, নাজিম উদ্দিন দুলাল, দিদার আলম, আবদুল গফুর, হুমায়ুন চৌধুরী, আরিফ আহমেদ প্রিন্স, সাইমুন প্রমুখ।  

মরহুমের মাগফেরাত কামানা করে মোনাজাত পরিচালনা করেন বায়তুল জান্নাত জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা আবু তৈয়ব।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।