চট্টগ্রাম: চন্দনাইশে তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ৯ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি।
মঙ্গলবার (৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত হাসিমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ তিনটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ডিপ্লোমেটিক চাকমা বাংলানিউজকে বলেন, অভিযানে অবৈধ উৎস থেকে মাটি সংগ্রহ করা এবং অন্যান্য অসঙ্গতির দায়ে হাশিমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেসার্স আলী শাহ ব্রিকসের আব্দুল জব্বার (২০),
মের্সাস বার আউলিয়া ব্রিকস ম্যানুফেকচারারের মো. জাফর উল্লাহ (৪১), মেসার্স বিসমিল্লাহ ব্রিকস ম্যানুফেকচারের আরাফাতুল হককে (২৭) ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ (সংশোধিত - ২০১৯) এর ১৫ (১) ধারায় ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনউদ্দীন ফয়সল, চন্দনাইশ থানার এসআই নাহিদ আহমেদ সবুজ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, দোহাজারী ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৪
বিই/টিসি