ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালী পৌর এলাকা শতভাগ আলোকায়ন হবে: জহুরুল ইসলাম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
বোয়ালখালী পৌর এলাকা শতভাগ আলোকায়ন হবে: জহুরুল ইসলাম ...

চট্টগ্রাম: বোয়ালখালী পৌর এলাকাকে ২০২৪ সালের মধ্যে শতভাগ আলোকায়ন করা হবে বলে জানিয়েছেন পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর।  

তিনি বলেন, পৌর এলাকার প্রতিটি সড়কে বাতি স্থাপন করা হবে।

আধুনিক ও উন্নতমানের মডেল পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।

বোয়ালখালী প্রেস ক্লাব আয়োজিত প্রীতি সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রোববার (৩ মার্চ) রাতে পর্যটন নগরী কক্সবাজারের একটি হোটেলে প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাধারণ সম্পাদক সেকান্দর আলম বাবরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজসেবী মো. জসিম উদ্দিন সিআইপি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) অর্থ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান শাহজাদা এসএম মিজানুর রহমান, শ্রীপুর বুড়া মসজিদের মুতওল্লি মো. নুরুন্নবী চৌধুরী, ক্লাবের সাবেক সভাপতি শাহীনুর কিবরিয়া মাসুদ, কৃষিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত মোজাম্মেল হক বকুল, যুবলীগ নেতা শাহাদাৎ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।