ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কার্ভাডভ্যানে অবৈধভাবে গ্যাস বিক্রি, বন্ধ ফিলিং স্টেশন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
কার্ভাডভ্যানে অবৈধভাবে গ্যাস বিক্রি, বন্ধ ফিলিং স্টেশন 

চট্টগ্রাম: কার্ডাডভ্যানে অবৈধভাবে গ্যাস বিক্রি করায় বাঁশখালীর এক ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে লাইসেন্স না থাকায় ফিলিং স্টেশনটি বন্ধের নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জব্দ করা হয়েছে কার্ডাডভ্যানটিও।

বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার চেচুরিয়া পুরাতন ব্রিক ফিল্ড সংলগ্ন মাঠের পাশে অবৈধভাবে গ্যাস বিক্রি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে অভিযান চালানো হয়।

এ সময় বিস্ফোরক অধিদপ্তরের সহকারী পরিচালক শাখাওয়াত হোসেন ও এসআই নুর মোহাম্মদ সহ পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।  

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী বাংলানিউজকে বলেন, এ ধরনের খোলা গ্যাস বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। তারা লাইসেন্সবিহীন অবৈধভাবে ফিলিং স্টেশন স্থাপন করে কার্ভাডভ্যানে গ্যাস বিক্রি করার অপরাধে গ্যাস আইন ২০১০ এর ১৩(গ) ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে কার্ভাডভ্যান জব্দ ও লাইসেন্স না দেখানো পর্যন্ত ফিলিং স্টেশনটি বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ২৭ মার্চ, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।