ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

করাত কল বসিয়ে গাছ কাটার দায়ে জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
করাত কল বসিয়ে গাছ কাটার দায়ে জরিমানা  ...

চট্টগ্রাম: বন বিভাগের লাইসেন্স ছাড়া করাত কল পরিচালনা করা ও অবৈধভাবে পাহাড়ি গাছ বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণের পটিয়া রেঞ্জসহ যৌথ মোবাইল কোর্ট অভিযানে এই জরিমানা করা হয়।

 

অভিযান বন বিভাগ চট্টগ্রাম দক্ষিণের পটিয়া রেঞ্জ অফিসার মো. নুরে আলম হাফিজ ও তার টিম, চন্দনাইশ থানার এএসআই নাদিম আকতার ও তার টিম এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেটিক চাকমা বাংলানিউজকে বলেন, বন বিভাগের লাইসেন্স ছাড়া করাত কল পরিচালনা করা ও অবৈধভাবে পাহাড়ি গাছ বিক্রির দায়ে মেসার্স সফিয়া স’মিলের স্বত্বাধিকারী আলী আমজাদকে ১০ হাজার টাকা, মেসার্স খাজা স’মিলের জাহাঙ্গীর আলমকে ২ হাজার টাকা এবং মেসার্স ভাই ভাই স’মিলের মো. লোকমান হাকিমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ২৮ মার্চ, ২০২৪ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।