চট্টগ্রাম: বাংলা নববর্ষ বরণ উপলক্ষে 'আলপনার রঙে নববর্ষ আবাহন' শীর্ষক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করবে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, চট্টগ্রাম।
নিপ্পন পেইন্টের সৌজন্যে ৫০ জনের বেশি চিত্রশিল্পী আগামী ১৩ এপ্রিল (শনিবার) রাতে নগরের ডিসি হিল সংলগ্ন বৌদ্ধ মন্দির সড়কে গানে গানে তুলির আঁচড়ে রাঙিয়ে তুলবেন।
সম্মিলন পরিষদের বাংলা বর্ষবরণের সাংস্কৃতিক আয়োজনে পরিষদের সদস্যরা পরিবেশন করবেন স্বদেশ পর্যায়ের গান।
বর্ষবরণ উপলক্ষে শুক্রবার (২৯ মার্চ) সকালে পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সহ সভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম। বক্তব্য দেন সাধারণ সম্পাদক শিল্পী শ্রেয়সী রায়। সভায় দুদিনের অনুষ্ঠান সূচি নির্ধারণ করা হয়।
১৩ এপ্রিল রাতে নিপ্পন পেইন্টের সৌজন্যে ডিসি হিলের সামনে 'আলপনার রঙে নববর্ষ আবাহন' শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিল্পী কে এম এ কাইয়ূম, মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী স্বপন আচার্য ও শিল্পী অধ্যাপক জাহেদ আলী চৌধুরী। আরও উপস্থিত থাকবেন শিল্পী বিশ্বজিৎ তলাপাত্র, সুকান্ত চৌধুরী ও অজয় সেন চৌধুরী। এ সময় পরিষদের নিজস্ব শিল্পী ও বাউল শিল্পীদের গানের সুরে সুরে তুলির আঁচড় দেবেন চিত্রশিল্পীরা।
বাঙালি সংস্কৃতির আবহমান ধারাকে তুলে ধরতে এই আয়োজনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
পিডি/টিসি