চট্টগ্রাম: বায়োজিদ থানাধীন টেক্সটাইল গেইট এলাকায় একটি বিদেশি জুতার ইনসোল তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বাংলানিউজকে বলেন, ৯টি ইউনিটের প্রায় দু'ঘণ্টা প্রচেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে। এটি একটি কোরিয়ান জুতার ইনসোল তৈরির কারখানা। ওই কারখানার দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান জুতার অনেকগুলো ইনসোল ছিল। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। কেউ হতাহত নেই।
তিনি বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ওই কারখানায় কনস্ট্রাকশনের কাজ চলছিল। শুক্রবার হওয়াতে তেমন শ্রমিকও ছিল না। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ২৯ মার্চ, ২০২৪
বিই/পিডি/টিসি