চট্টগ্রাম: রমজান আমাদের সামনে আসে তাকওয়া, নীতি শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ ধনী-গরিবের পার্থক্য দূর করে একটি অর্থনৈতিক ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য জাকাতের প্রচলন করেছেন।
শুক্রবার (২৯ মার্চ) পটিয়া উপজেলার সাইদাঁইর, জিরি, কুসুমপুরা, কাশিয়াইশ, আশিয়া ও বড়লিয়া ইউনিয়নের ১০ হাজার মানুষকে চাল বিতরণকালে কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খলিলুর রহমান এসব কথা বলেন।
জিরি ইউনিয়নের সাইদাঁইর গাউসিয়া তৈয়বীয়া দিলোয়ারা জাহান ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান নিজে উপস্থিত থেকে চাল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আহমেদুল হক, ফজলে ওয়ালী আহম্মেদ তামজীদ, কেডিএস গ্রুপের প্রটোকল ম্যানেজার সুমন চৌধুরী, সমাজসেবক আবদুর রহমান ও মোহাম্মদ এরফান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
এআর/পিডি/টিসি