ঢাকা, বৃহস্পতিবার, ২১ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দুস্থদের মুখে ঈদের হাসি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৪
দুস্থদের মুখে ঈদের হাসি

চট্টগ্রাম: নতুন জামা দিয়ে হাজারো দুস্থ মানুষের মুখে ঈদের হাসি ফুটিয়েছেন মেয়র রেজাউল করিম চৌধুরী ।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে বহদ্দারহাটের মেয়রের বাসভবনে মেয়রের হাত থেকে ঈদবস্ত্র নেন অসচ্ছল নারী, শিশুসহ বিভিন্ন পেশার মানুষ।

ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, দরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতিবছরের মতো এবারও অসচ্ছল মানুষদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করছি। সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ আপনারাও দরিদ্রদের পাশে দাঁড়ান।

বিলাসী ঈদ উদযাপনের পরিবর্তে দরিদ্রদের পাশে দাঁড়িয়ে সম্মিলিতভাবে আনন্দের ঈদ উদযাপন করি৷ 

রমজান মাসে ইফতার, সেহেরি, জাকাত, ফিতরা কার্যক্রমের মাধ্যমে ধনী-দরিদ্রের সামাজিক ব্যবধান দূর হয়ে সাম্যের শিক্ষা প্রতিষ্ঠিত হয়। ইফতারের মাধ্যমে ধনী-গরিব এক কাতারে আসে। সচ্ছল মানুষ উপলব্ধি করতে পারে ক্ষুধার্ত মানুষের যন্ত্রণা। আসুন ইসলামের সুমহান শিক্ষাকে বুকে ধারণ করে ক্ষুধামুক্ত সমাজ গড়ে তুলি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।