চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) হাসপাতালের এক রোগীকে ধর্ষণের মামলায় হাসপাতালে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পরিচ্ছন্নকর্মী মো. জামাল আহম্মদ রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৭ এপ্রিল) সকালে আনোয়ারা থানার রায়পুর এলাকায় থেকে গ্রেপ্তার করা হয়।
মো. জামাল আহম্মদ রাকিব (৪১), আনোয়ারা থানার চাতরী এলাকার সুলতান আহম্মদের ছেলে।
র্যাব-৭ জানায়, ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর অসুস্থ নারী চমেক হাসপাতালের নাক, কান ও গলা বিভাগে ডাক্তার দেখাতে আসেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি রাকিব আনোয়ারা এলাকা থেকে নৌকায় নদীপথে কুতুবদিয়ায় পালানোর উদ্দেশ্যে রায়পুর এলাকায় অবস্থান করছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে রোববার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে সে নগরের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করেছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৪
এমআই/পিডি/টিসি