ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সুপ্তধারা ঝরনা দেখতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
সুপ্তধারা ঝরনা দেখতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: সীতাকুণ্ডে সুপ্তধারা ঝরনা থেকে তাহমিদ মুমতাসির চৌধুরী (১৮) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।  

বুধবার (১৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে স্থানীয় চেয়রাম্যান পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

নিহত তাহমিদ নগরের খুলশীর কুসুমবাগ আবাসিক এলাকার বাসিন্দা। সে এবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল বলে জানা গেছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, তাহমিদের বাড়ি রাউজান। সে সীতাকুণ্ডে সুপ্তধারা ঝরনা দেখতে এসেছিল। কিন্তু তাহমিদ সাঁতার জানে না। ঝরনায় নামলে হঠাৎ পানিতে সে তলিয়ে যায়।

তিনি আরও বলেন, প্রথমে আমাকে স্থানীয় চেয়রাম্যান বিষয়টি অবহিত করেন। পরে থানা পুলিশের একটি টিম ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।