ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ম্যাজিস্ট্রেট আসার খবরে বিয়ের আসর থেকে পালালো বর-কনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
ম্যাজিস্ট্রেট আসার খবরে বিয়ের আসর থেকে পালালো বর-কনে প্রতীকী ছবি

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলায় বাল্যবিয়ের প্রস্তুতির সময় ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে আসর থেকে পালিয়েছেন বর-কনে।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ‘হল ২১’নামের কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বাংলানিউজকে বলেন, ইউএনওর স্যারের কাছ থেকে চরপাথরঘাটায় একটি বাল্যবিয়ের খবর পেয়ে এলাকার ইউপি সদস্যকে মুঠোফোনে বিয়ে বন্ধ করার নির্দেশ প্রদান করি। এ খবর পেয়ে বিয়ের বর-কনে কমিউনিটি সেন্টার থেকে পালিয়ে যান।

মেয়ের বয়স কম হওয়ায় বিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। পরে দুই পরিবারের লোকজন স্থানীয় চেয়ারম্যানকে মুচলেকা দিয়ে বিয়ের আসর থেকে চলে যান।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।