চট্টগ্রাম: চাক্তাইয়ে অবৈধভাবে আমদানি করা ৫০০ বস্তা চিনিসহ মো. বোরহান আলমদার (২৭) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় চিনি পরিবহনে ব্যবহৃত একটি লরিও জব্দ করা হয়।
বোরহান আলমদার পটিয়ার ভাটিখাইন এলাকার আলমদার পাড়ার মো. আমিন শরীফের ছেলে।
শনিবার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় বাকলিয়া থানাধীন মধ্যম চাক্তাই চালপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, চাক্তাই চালপট্টি এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি আমদানি করে বিক্রি করার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বোরহান আলমদারকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০০ বস্তা (২৫ মেট্রিকটন) চিনিসহ একটি লরি জব্দ করা হয়। উদ্ধার করা চিনির আনুমানিক মূল্য সাড়ে ৩৭ লাখ টাকা। আসামিকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
এমআই/টিসি