চট্টগ্রাম: বায়েজিদ বোস্তামী এলাকার ১২ বছরের শিশু আজিম হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রনি আক্তারকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। দীর্ঘ ৮ বছর পর রাউজান গহিরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রনি আক্তার, ফটিকছড়ি থানার হাইদকিয়া এলাকার রিপন মিয়ার স্ত্রী।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, শিশু আজিম হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত রনি আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
যাবজ্জীবন কারাদণ্ড পলাতক আসামি রনি আক্তার চট্টগ্রাম জেলার রাউজান থানার গহিরা এলকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয়া নয়টার দিকে অভিযান চালিয়ে রনি আক্তারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ৮ বছর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল বলে জিজ্ঞাসাবাদে রনি আক্তার জানিয়েছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
এমআই/পিডি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।