চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খান সিটি সেন্টার এলাকা থেকে ৩০ কেজি গাঁজা ও ৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো.তুহিন (৩৮) ও মো. সোহেল (২৮)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.শরীফ-উল-আলম জানান, পিকআপে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে আসার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ মে) রাত সাড়ে আটটার দিকে জোরারগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খান সিটি সেন্টার এলাকার পাকা রাস্তার ওপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হয়।
তিনি আরও জানান, পিকআপের পিছনে মালামাল বহন করার জায়গায় বিশেষ কৌশলে রাখা দুইটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৩০ কেজি গাঁজা ও ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদক পরিবহনের ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, দীর্ঘদিন যাবৎ ড্রাইভিং পেশার আড়ালে গাঁজা ও ফেন্সিডিল কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা। তাদেরকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মে ১১, ২০২৪
এমআই/টিসি