চট্টগ্রাম: নগরের ক্যান্টনমেন্ট রেলস্টেশন নতুনপাড়ায় চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা, ডায়বেটিস নির্ণয় ও ঔষধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শতাধিকের বেশি রোগীর মাঝে এই ক্যাম্প সম্পন্ন হয়।
শিল্পগ্রুপ বিএসআরএম এর পৃষ্ঠপোষকতায় ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে এই হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা সম্পর্কে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, স্বাস্থ্যই আমাদের সুখের মূল।
এ সময় চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ডা. সামিউল ইসলাম, ডা. মোতাহার হোসেন শাওন, ডা. সানজানা, ফারুক চৌধুরী ফয়সাল, বাবলা সরকার সৈকত, জয় বড়ুয়া, সিফাত, কামরুল, স্বর্ণা, জেনি, আবু আরিফ, রমিজ উদ্দীন কানন, শামীম, মজনু সেবা প্রদান করেন।
এলবিয়ন গ্রুপ, হোম হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠন নগরফুল এর সহযোগিতায় নগরফুলের প্রতিষ্ঠাতা বায়েজীদ সুমন, নগরফুল নতুনপাড়া স্কুলের পরিচালক ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ২৪, ২০২৪
পিডি/টিসি