ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, মে ২৪, ২০২৪
হাটহাজারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রতীকী ছবি

চট্টগ্রাম: হাটহাজারীর পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে মো. নওশাদ (১১) ও তাজবীদ (২) নামের দুই শিশু মারা গেছে।  

শুক্রবার (২৪ মে) উপজেলার ছিপাতলী ইউনিয়ন ও পৌরসভার মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ছিপাতলী ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলানিউজকে জানান, আলমরর কুম এলাকার আব্দুল হামিদ সওদাগরের বাড়ির মো. আইয়ুবের ছেলে মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র নওশাদ দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরে গোসল করার সময় ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার নিথর দেহ উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার জানাজা শনিবার অনুষ্ঠিত হবে।  

তিনি জানান, বিকেল পৌনে ৫টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার মারাক্কা চৌধুরীর বাড়ির মো. সুমনের দুই বছর বয়সী ছেলে তাজবিদ বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে তাকে পুকুরের পানিতে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ২৪, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।