চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেনে নবজাতকের মরদেহ ফেলে পালিয়েছেন এক নারী।
শুক্রবার (২৪ মে) রাত সাড়ে ৯টার শাটল ট্রেন থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শাটল ট্রেন ষোলশহর স্টেশনে থামলে একজন নারী একটি বস্তা ট্রেনের বগিতে রেখে নেমে যান। ট্রেন ছেড়ে দেওয়ার পরও ওই নারী ফিরে না আসায় শিক্ষার্থীরা কৌতূহলবশত বস্তার ভেতরে তাকালে নবজাতকের মরদেহ দেখতে পান।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল ইসলাম বলেন, শুক্রবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন থেকে আমরা মৃত অবস্থায় এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছি। অপমৃত্যুর মামলা হয়েছে। এখনও কাওকে সনাক্ত করা সম্ভব হয়নি, তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, মে ২৫, ২০২৪
এমএ/এসি/টিসি