চট্টগ্রাম: ঘূর্ণিঝড় ‘রিমাল’ মোকাবিলায় ২৯০টি মেডিক্যাল টিম গঠন করছে জেলা সিভিল কার্যালয়।
শনিবার (২৫ মে) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগ মোকাবিলায় চট্টগ্রাম জেলার প্রতিটি ইউনিয়নে ১টি করে মেডিক্যাল টিম, প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি, প্রতি আরবান ডিসপেন্সারীতে ১ টিসহ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫টি মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে।
সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বাংলানিউজকে বলেন, দুর্যোগ মোকাবিলায় ইউনিয়ন পর্যায়ে ২০০ টি, প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ টি করে ৭৫ টি, আরবান ডিসপেনসারি ৯ টি তে ৯ টি, স্কুল হেলথ এ ১ টি, জেনারেল হাসপাতাল ৫ টি গঠন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, মে ২৫, ২০২৪
এমআর/টিসি