ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিমানবন্দর ভিআইপি সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, মে ২৬, ২০২৪
বিমানবন্দর ভিআইপি সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ ...

চট্টগ্রাম: নগরের বিমানবন্দর জননেত্রী শেখ হাসিনা সড়কের ভিআইপি অংশে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।  

অভিযানে ফুটপাত ও রাস্তার দুই পাশে অবৈধ ঘর-বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং বাটারফ্লাই পার্কের সামনে প্রায় দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানের পর মেয়র রেজাউল করিম চৌধুরী এলাকাটি পরিদর্শন করে উদ্ধার করা এলাকায় বেষ্টনী তৈরির নির্দেশ দেন।

রোববার (২৬ মে) দুপুরে সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমের তত্ত্বাবধানে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযান পরিচালনা করেন।

 

অভিযানে সহায়তা করেন চসিকের নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ২৬, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।