ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চাঁদা না দেওয়ায় হামলা, আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, মে ২৬, ২০২৪
চাঁদা না দেওয়ায় হামলা, আহত ৫ প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তদের হামলার ৫ জন আহত হয়েছেন।  

রোববার (২৬ মে) বিকেলে এই ঘটনা ঘটে।

আহত ৫ জনের মধ্যে মিঠুন রায়, আরিফ, মো হোসেন ও সেলিমকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্যবসায়ী নবী হোসেন জানান, স্থানীয় সন্ত্রাসী বাহাদুর আমার কাছে চাঁদা দাবি করেন।

তাকে চাঁদা না দেয়ায় রোববার বিকেলে সন্ত্রাসী নিয়ে আমার লোকজন ওপর হামলা চালায়। হামলায় ৫ জন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।  

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আফতাব আহমেদ জানান, জুটের ব্যবসা নিয়ে নিয়ে দ্বন্দ্বের জেরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মে ২৬, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।