ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবি ভিসির সঙ্গে একেবিসি ঘোষ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, মে ২৬, ২০২৪
চবি ভিসির সঙ্গে একেবিসি ঘোষ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের সাক্ষাৎ ...

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য় অধ্যাপক ড. মো. আবু তাহের এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে একেবিসি ঘোষ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ।  

রোববার (২৬ মে) সকালে চবি উপচার্য় কার্য়ালয়ে তারা এই সাক্ষাৎ করেন।

 

এই সময় একেবিসি ঘোষ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা. মোহাম্মদ আব্দুল কাদের, যুগ্ম আহ্বায়ক ডা. ইমরান উশ শহীদ, আব্দুল মালেক সিকদার, অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, সদস্য সচিব ও আইআইইউসি’র রেজিস্ট্রার আ ফ ম আখতারুজ্জামান কায়সার, যুগ্ম সদস্য সচিব আবু সুফিয়ান মিয়া, এনামুল হক, নাছির উদ্দিন ছিদ্দিকী ও কার্য় নির্বাহী সদস্য শওকতুর রহমান, উপস্থিত ছিলেন।  

চবির নবনিযুক্ত উপাচার্য় অধ্যাপক ড. মো. আবু তাহের একেবিসি ঘোষ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী।

 

এ সময় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের মাধ্যমে স্কুল, স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকার কল্যাণে কাজ করার আগ্রহ প্রকাশ করেন উপস্থিত সবাই। এছাড়া প্রাক্তনদের সঙ্গে স্কুলজীবন ও সমসাময়িক অনেক বিষয় উঠে আসে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মে ২৬, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।