চট্টগ্রাম: ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলা করতে চট্টগ্রাম সিটি করপোরেশন প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন মেয়র রেজাউল করিম চৌধুরী।
সোমবার (২৭ মে) বিকেলে আমিন জুট মিল খেলার মাঠ সংলগ্ন আলহেরা দাখিল মাদরাসায় অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নাগরিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন মেয়র।
তিনি বলেন, ঘূর্ণিঝড়ে নাগরিকদের আশ্রয় দিতে চসিকের ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রস্তুত। আশ্রয়কেন্দ্রে আসা দুর্গতদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর মোবারক আলী, প্রধান পরিছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমী, প্রধান প্রকৌশলী শাহিন-উল-ইসলাম, মঈনুল হোসেন জয়, নুরুল আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ২৭, ২০২৪
এআর/পিডি/টিসি