চট্টগ্রাম: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে সৃষ্ট বৈরী আবহাওয়ায় চট্টগ্রামের প্রাথমিক ও মাধ্যমিক স্কুল মঙ্গলবারও বন্ধ রয়েছে।
সোমবার (২৭ মে) রাতে সংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদি উর রহিম জাদিদ বাংলানিউজকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকবে।
চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আবদুর রহমান বাংলানিউজকে বলেন, উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট উপজেলার শিক্ষা অফিসারদের স্থানীয় প্রশাসনের সঙ্গে আলাপ করে পরিবেশ পরিস্থিতির উপর সিদ্ধান্ত নিবেন। তবে দুর্যোগ বিবেচনায় নিয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার জন্য বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ২৮, ২০২৪
বিই/পিডি/টিসি