ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বৈরী আবহাওয়া: চট্টগ্রামে মঙ্গলবারও বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, মে ২৮, ২০২৪
বৈরী আবহাওয়া: চট্টগ্রামে মঙ্গলবারও বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান ...

চট্টগ্রাম: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে সৃষ্ট বৈরী আবহাওয়ায় চট্টগ্রামের প্রাথমিক ও মাধ্যমিক স্কুল মঙ্গলবারও বন্ধ রয়েছে।

সোমবার (২৭ মে) রাতে সংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈরী আবহাওয়ায় চট্টগ্রামের প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদি উর রহিম জাদিদ বাংলানিউজকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকবে।

পরবর্তী নির্দেশনা এখনো আসেনি।  

চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আবদুর রহমান বাংলানিউজকে বলেন, উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট উপজেলার শিক্ষা অফিসারদের স্থানীয় প্রশাসনের সঙ্গে আলাপ করে পরিবেশ পরিস্থিতির উপর সিদ্ধান্ত নিবেন। তবে দুর্যোগ বিবেচনায় নিয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার জন্য বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ২৮, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।