চট্টগ্রাম: আনোয়ারায় প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির জেরে হাইলধর ইউনিয়নের বশিরুজ্জামান স্মৃতি শিক্ষাকেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ছিল দেড় ঘণ্টা।
বুধবার (২৯ মে) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বন্ধ রাখা হয় কেন্দ্রটির ভোটগ্রহণ।
দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা এহসানুল হক বাংলানিউজকে বলেন, এক প্রার্থীর সমর্থক ভোট দিতে আসায় আরেক প্রার্থীর সমর্থকরা বাধা দেওয়ার চেষ্টা করে। এতে কিছুটা উত্তেজনা তৈরি হলে ভোটগ্রহণ সাময়িক বন্ধ রাখা হয়।
এদিকে উপজেলার পশ্চিম বরুমছড়া আখতারুজ্জামান চৌধুরী বাবু উচ্চবিদ্যালয় কেন্দ্রে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী তৌহিদুল হক চৌধুরী ও আনারস প্রতীকের প্রার্থী কাজী মোজাম্মেল হকের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এতে একজন আঘাতপ্রাপ্ত হন। তবে এ ঘটনা কেন্দ্রের বাহিরে হওয়ায় ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা রিজোয়ান উদ্দিন।
প্রসঙ্গত, আনোয়ারায় মোট ৭৪টি কেন্দ্রে ২ লাখ ৩৩ হাজার ১০৯ জন ভোটাধিকার প্রয়োগ করছেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৩ হাজার ৮৮৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৯ হাজার ২২১ জন।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ২৯, ২০২৪
এমআর/এসি/টিসি