চট্টগ্রাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের মঙ্গল যারা চাইনি তারাই জিয়াউর রহমানকে সেদিন চট্টগ্রামের সার্কিট হাউজে নির্মমভাবে খুন করেছে। জিয়ার জীবনের শুরু এই চট্টগ্রামে, শেষও চট্টগ্রামে।
বুধবার (২৯ মে) বিকালে নগরের কাজীর দেউড়ির একটি কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির উদ্যোগে "‘শিল্প, বানিজ্য ও অর্থনীতিতে শহীদ জিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুপুরে একই স্থানে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে বই মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
তিনি আরও বলেন, কোনো যুবক আজ দেশে থাকতে চায় না। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের চেয়েও বড় দূর্ভিক্ষের আশংকা করা হচ্ছে। রিজার্ভ আছে এখন মাত্র সাড়ে ১০ বিলিয়ন ডলার। অথচ আমাদের প্রয়োজন ৩৫ বিলিয়ন ডলার। ব্যাংকিং খাতের কি অবস্থা সেটা তো দেশের মানুষ দেখছেই।
মহানগর বিএনপির আহ্ববায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, ভিপি হারুনুর রশীদ ও শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, মে ২৯, ২০২৪
এমআই/পিডি/টিসি