ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের ৩ উপজেলায় জয়ী জসীম-মোজাম্মেল-জাহেদ, পটিয়ায় এগিয়ে দিদার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, মে ৩০, ২০২৪
চট্টগ্রামের ৩ উপজেলায় জয়ী জসীম-মোজাম্মেল-জাহেদ, পটিয়ায় এগিয়ে দিদার ...

চট্টগ্রাম: তৃতীয় ধাপের নির্বাচনে চট্টগ্রামের ৪ উপজেলায় বুধবার (২৯ মে) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  

এরমধ্যে ঘোষিত ফলাফলে চন্দনাইশে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জসীম উদ্দীন।

তিনি পেয়েছেন ৩৮ হাজার ৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী আবু আহমদ চৌধুরী জুনু পেয়েছেন ২২ হাজার ৭৪ ভোট।
এ উপজেলায় মোট ১ লাখ ৯১ হাজার ৬০৭ জন ভোটারের বিপরীতে মোট ভোট পড়েছে ৬১ হাজার ৯২১টি। যার শতকরা হার ৩২ দশমিক ৩২ শতাংশ।

আনোয়ারা উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী কাজী মোজাম্মেল হক ৫৮ হাজার ৮৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের প্রার্থী তৌহিদুর হক চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৮০৭ ভোট। এ উপজেলায় ২ লাখ ৩৩ হাজার ১০৯ ভোটারের বিপরীতে ভোট পড়েছে ৯৮ হাজার ৫৩৭টি। যার হার ৪২ দশমিক ২৭ শতাংশ।

বোয়ালখালীতে চেয়ারম্যান পদে হেলিকপ্টার প্রতীকের প্রার্থী জাহেদুল হক ৩০ হাজার ৫৭৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী মো. শফিক  পেয়েছেন ১৯ হাজার ১১০ ভোট। বোয়ালখালীতে ২ লাখ ১০ হাজার ৩৪০ ভোটারের বিপরীতে ভোট পড়েছে ৮০  হাজার ৫৬৭।  

এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত পটিয়ায় চেয়ারম্যান পদে প্রাপ্ত ভোটে এগিয়ে রয়েছেন দোয়াত-কলম প্রতীকের প্রাথী দিদারুল আলম।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘন্টা, মে ২৯, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।