চট্টগ্রাম: নগরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে হত্যা ও অস্ত্রসহ ১৯ মামলার আসামি মো. মহসিন প্রকাশ মইস্যাসহ ৩ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তারকৃতরা হলো- সীতাকুণ্ডের পূর্ব বাকখালী এলাকার নুরুল আলমের ছেলে মহসিন প্রকাশ মইস্যা (৩৫), নগরের মধ্যম হালিশহর ধোপাপাড়ার নুর মোহাম্মদের ছেলে অনিকুল ইসলাম অনিক (৩৩) ও বাঁশখালীর পশ্চিম বরঘোনা এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো.আরিফ প্রকাশ আরিফ মইনুদ্দিন (৪০)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.শরীফ-উল-আলম জানান, ১৯ মামলার পলাতক আসামি মহসিন প্রকাশ মইস্যা নগরের পাহাড়তলীর সাগরিকা পাঠানপাড়া এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালানো হয়। এসময় তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গোপন সংবাদ ভিত্তিতে শুক্রবার রাতে নগরের হালিশহর থানার পানির কল এলাকায় একাধিক পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আরিফ প্রকাশ আরিফ মইনুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১২ বছর যাবৎ নগরের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল আরিফ। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুন ০১, ২০২৪
এমআই/এসি/টিসি