চট্টগ্রাম: নানা অনিয়মের অভিযোগে নগরের চার রেস্টুরেন্টকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (২ জুন) বিকেলে নগরের খুলশী এলাকায় বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে লা মেনসা রেস্টুরেন্টের কিচেনে অস্বাস্থ্যকর ও বাসি খাবার পাওয়া যাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা, দ্য গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে অবৈধভাবে কেক ও দই উৎপাদনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ২০ হাজার টাকা, দ্য পিৎজা কো রেস্টুরেন্টের লাইসেন্স না থাকার অপরাধে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ এর আওতায় ৩০ হাজার টাকা এবং ক্রিমসন কাপ রেস্টুরেন্টের লাইসেন্স না থাকার অপরাধে ৫০ হাজার টাকাসহ সর্বমোট ৪টি মামলায় ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বাংলানিউজকে বলেন, নগরের খুলশী এলাকায় অভিযান পরিচালনা করে চার রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে।
অভিযানে আইনানুগ সহযোগিতা করেন খুলশী থানার পুলিশের একটি টিম ও কাট্টলী সার্কেল ভূমি অফিসের কর্মচারীরা।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুন ২, ২০২৪
বিই/পিডি/টিসি