ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৪ রেস্টুরেন্টকে সোয়া লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, জুন ২, ২০২৪
৪ রেস্টুরেন্টকে সোয়া লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম: নানা অনিয়মের অভিযোগে নগরের চার রেস্টুরেন্টকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

রোববার (২ জুন) বিকেলে নগরের খুলশী এলাকায় বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে লা মেনসা রেস্টুরেন্টের কিচেনে অস্বাস্থ্যকর ও বাসি খাবার পাওয়া যাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা, দ্য গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে অবৈধভাবে কেক ও দই উৎপাদনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ২০ হাজার টাকা, দ্য পিৎজা কো রেস্টুরেন্টের লাইসেন্স না থাকার অপরাধে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ এর আওতায় ৩০ হাজার টাকা এবং ক্রিমসন কাপ রেস্টুরেন্টের লাইসেন্স না থাকার অপরাধে ৫০ হাজার টাকাসহ সর্বমোট ৪টি মামলায় ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বাংলানিউজকে বলেন, নগরের খুলশী এলাকায় অভিযান পরিচালনা করে চার রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আইনানুগ সহযোগিতা করেন খুলশী থানার পুলিশের একটি টিম ও কাট্টলী সার্কেল ভূমি অফিসের কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুন ২, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।