ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কৃষিজমি ভরাটের অপরাধে ৩ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জুন ৩, ২০২৪
কৃষিজমি ভরাটের অপরাধে ৩ লাখ টাকা জরিমানা ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে টিলার মাটি কেটে কৃষিজমি ভরাটের দায়ে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় একটি এক্সকেভেটর ও দুইটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।

সোমবার (৩ জুন) ভোরে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের চান্দপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিন বাংলানিউজকে বলেন, টিলা থেকে মাটি কাটা এবং সেই মাটি দিয়ে কৃষি জমি ভরাট করার অপরাধে রমজান আলী নামের একজনকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানে একটি এক্সকেভেটর ও দুইটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে রমজান আলী অপরাধ স্বীকার করায় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫ (১) অনুসারে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

অভিযানে ভুজপুর থানা পুলিশের একটি দল, আনসার ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা সার্বিক সহায়তা প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুন ৩, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।