চট্টগ্রাম: নগরের আগ্রাবাদে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. আজিম নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (৩ জুন) রাত ১০টার দিকে নগরের আগ্রাবাদ চৌমুহনীর কর্ণফুলী মার্কেটের পেছনে চাড়িয়াপাড়া বরফকল এলাকায় এ ঘটনা ঘটে।
মো. নুরুল আজিম নগরের চৌমুহনী এলাকার ভাড়া বাসায় থাকতেন করেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, আগ্রাবাদ চৌমুহনী কাঁচাবাজার এলাকা থেকে ছুরিকাঘাতে আহত আজিম নামে এক যুবককে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী জানান, আগ্রাবাদ চৌমুহনী এলাকার জাবেদ টাওয়ারের পাশে ১০-২০ জন লোক এসে ভিকটিমকে ছুরিকাঘাত করে। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যতটুকু জানতে পেরেছি পূর্ব শত্রুতার জেরে তাকে মারা হয়েছে। এ ঘটনার পরপর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও।
বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, মে ৪, ২০২৪
এমআর/পিডি/টিসি