ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারা উপজেলা চেয়ারম্যানের নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জুন ৫, ২০২৪
আনোয়ারা উপজেলা চেয়ারম্যানের নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি ...

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তত ডজনখানেক ভুয়া আইডি ছড়িয়ে পড়েছে। এসব আইডিতে তাঁর নাম ও ছবি ব্যবহার করে খোলা এসব আইডি থেকে নিয়মিতভাবে বিভিন্ন পোস্ট ও আপডেট দেওয়া হচ্ছে।

 

বুধবার (৫ জুন) এসব ভুয়া আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আনোয়ারা থানায় সাধারণ ডায়েরি করেছেন এ নবনির্বাচিত চেয়ারম্যান।  

সাধারণ ডায়েরিতে কাজী মোজাম্মেল হক অভিযোগ করেন, এসব ভুয়া ফেসবুক আইডি ও পেইজের মাধ্যমে যেকোন সময় বিভ্রান্তিকর তথ্য ছড়াতে পারে।

যা সাধারণ মানুষ ও কর্মী সমর্থকদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করতে পারে। তাই ভুয়া এসব ফেসবুক আইডির বিষয়ে সতর্ক থাকার জন্য সবার প্রতি আহবান জানান। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রশাসনের কাছে অনুরোধ জানান।

গত ২৯ মে অনুষ্ঠিত নির্বাচনে কাজী মোজাম্মেল হক আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে তার ছবি ও নাম ব্যবহার করে কিংবা সমর্থক গোষ্ঠী পরিচয় দিয়ে তৈরি করা এসব আইডি ফেসবুকে ছড়িয়ে পড়ে।  

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুন ৫, ২০২৪
পিডি/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।