চট্টগ্রাম: আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তত ডজনখানেক ভুয়া আইডি ছড়িয়ে পড়েছে। এসব আইডিতে তাঁর নাম ও ছবি ব্যবহার করে খোলা এসব আইডি থেকে নিয়মিতভাবে বিভিন্ন পোস্ট ও আপডেট দেওয়া হচ্ছে।
বুধবার (৫ জুন) এসব ভুয়া আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আনোয়ারা থানায় সাধারণ ডায়েরি করেছেন এ নবনির্বাচিত চেয়ারম্যান।
সাধারণ ডায়েরিতে কাজী মোজাম্মেল হক অভিযোগ করেন, এসব ভুয়া ফেসবুক আইডি ও পেইজের মাধ্যমে যেকোন সময় বিভ্রান্তিকর তথ্য ছড়াতে পারে।
গত ২৯ মে অনুষ্ঠিত নির্বাচনে কাজী মোজাম্মেল হক আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে তার ছবি ও নাম ব্যবহার করে কিংবা সমর্থক গোষ্ঠী পরিচয় দিয়ে তৈরি করা এসব আইডি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুন ৫, ২০২৪
পিডি/পিডি/টিসি