ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা অনেক দেশের চাইতেও স্থিতিশীল: নাছির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জুন ৫, ২০২৪
বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা অনেক দেশের চাইতেও স্থিতিশীল: নাছির ...

চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন মন্তব্য করেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পরই দেশে একটি অস্থিতিশীল ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হবে বলে যে আশঙ্কা ছিল তা দূর হয়েছে। নানা বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা প্রতিবেশী ও উন্নয়নশীল অনেক দেশের চাইতেও স্থিতিশীল রয়েছে।

সেইসঙ্গে জনদুর্ভোগ লাঘবে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকায় বিদ্যমান পরিস্থিতি সাধারণ মানুষের জন্য অনেকটা সহনশীল মাত্রায় রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বে দেশের সামগ্রিক উন্নয়ন অব্যাহত থাকার পাশাপাশি দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় একটি ইতিবাচক পরিস্থিতিও বিদ্যমান রয়েছে।
 

বুধবার (৫ জুন) বিকেল ৫টায় তাঁর বাসভবনে অনুষ্ঠিত মহানগর আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

এ সময় তিনি জুন মাসের বিভিন্ন দিবসে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিতব্য বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৭ জুন (শুক্রবার) ঐতিহাসিক ৬দফা দিবস উপলক্ষে সকাল ১০টায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, ১২ জুন (বুধবার) কালুরঘাট বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্রের প্রথম পাঠক মরহুম এম এ হান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ, সকাল সাড়ে ১০টায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা, ২৩ জুন (রোববার) আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনদিনব্যাপী (২৩, ২৪ এবং ২৫ জুন) মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকাল হতে পদ-পদবীদারী নেতৃবৃন্দ পরিবারের সদস্যদের মিলনমেলা, প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১ জুলাই সাবেক মন্ত্রী মরহুম জহুর আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, দপ্তর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, কৃষি বিষয়ক সম্পাদক আহমেদুর রহমান ছিদ্দিকী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাহবুবুল হক মিয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জি. মানস রক্ষিত, মহিলা সম্পাদক জোবাইরা নার্গিস খান, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুন ৫, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।