ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালী উপজেলার চেয়ারম্যান হলেন খোরশেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, জুন ৫, ২০২৪
বাঁশখালী উপজেলার চেয়ারম্যান হলেন খোরশেদ ...

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে ৬১ হাজার ৫১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম।

বুধবার (৫ জুন) ভোট গননা শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে দেখা যায়, দোয়াত কলম প্রতীকের প্রার্থী খোরশেদ আলম পেয়েছেন ৬১ হাজার ৫১১  ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী মো. এমরানুল হক পেয়েছেন ২১ হাজার ৯৭৯ ভোট।

এছাড়া, অন্য দুই প্রার্থী মোটরসাইকেল প্রতীকের জাহিদুল হক চৌধুরী ৩৭৬ ভোট এবং ঘোড়া প্রতীকের শেখ ফখরু উদ্দিন চৌধুরী পেয়েছেন ১ হাজার ২৬৯ ভোট।

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, নির্বাচনে মোট ৩ লাখ ৭৬ হাজার ৯০৬ জন ভোটারের বিপরীতে ভোট পড়েছে ৮৭ হাজার ১৮২টি। যা মোট ভোটারের ২৩ দশমিক ১৩ শতাংশ। এ উপজেলায় ভোট বাতিল হয়েছে ২ হাজার ৪৭ ভোট।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, জুন ৫, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।