ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের চট্টগ্রাম পর্ব 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, জুন ৭, ২০২৪
ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের চট্টগ্রাম পর্ব  ...

চট্টগ্রাম: ‘স্মার্ট তারুণ্য, বাঁচাবে অরণ্য’স্লোগানে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত হলো ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড ২০২৪।  

শুক্রবার (৭ জুন) সকালে বন ও পরিবেশ মন্ত্রণালয় আয়োজিত অলিম্পিয়াডের চট্টগ্রাম পর্ব জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয়।

বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ জয়নাল আবেদীন এবং চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম। সঞ্চালনা করেন অলিম্পিয়াডের চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক শিহাব জিশান।
 

মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, বন্যপ্রাণী ও বাস্তুতন্ত্র রক্ষা করা এখন কেবল দরকারি নয় বরং অপরিহার্য হয়ে পড়েছে। তাই সব পেশার মানুষের এগিয়ে আসার পাশাপাশি শিক্ষার্থীদের সচেতন করতে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করে বলেন, এ অলিম্পিয়াডের আয়োজনে যারা অংশ নিয়েছেন তাঁরা উদীয়মান,  উদ্যমী ও সংস্কৃতিমনা। তাদের হাত ধরেই রচিত হবে আগামীর বাংলাদেশের ইতিহাস। আগামীর বাংলাদেশ হয়ে উঠবে সবুজে পরিপূর্ণ।

দেশের ৬৪টি জেলায় বন্যপ্রাণী, বন, জীব ও জীবিকা প্রয়োজনীয়তা ও গুরুত্ব বিষয়ে অষ্টম শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা ৫৭৮ শিক্ষার্থী দুইটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

৩০ মিনিটের পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। চট্টগ্রাম পর্বের প্রতিযোগিতায় স্কুল পর্যায়ের ১৩ জন ও কলেজ পর্যায়ের ৭ জন বিজয়ী হয়। এদের মধ্যে দুই ক্যাটাগরির তিনজন করে জুলাইয়ে ঢাকায় অনুষ্ঠিত অলিম্পিয়াডের জাতীয় পর্বে অংশ নেবে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ৭, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।