ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে শান্তি পরিষদের নেতৃত্বে রণজিৎ-মেহরাজ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জুন ৮, ২০২৪
চট্টগ্রামে শান্তি পরিষদের নেতৃত্বে রণজিৎ-মেহরাজ ...

চট্টগ্রাম: বাংলাদেশ শান্তি পরিষদ, চট্টগ্রাম বিভাগীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক রণজিৎ কুমার দে সভাপতি এবং শহীদ সন্তান মেহরাজ তাহসান শফীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (৮ জুন) বিকেলে নগরের এনায়েতবাজারে শহীদজায়া প্রয়াত বেগম মুশতারী শফীর বাসভবনে শান্তি পরিষদের সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক রণজিৎ কুমার দে’র সভাপতিত্বে সভায় সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি নাথ।

 

বক্তব্য দেন রাজনীতিক অধ্যাপক অশোক সাহা, শিক্ষক নেতা অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, অ্যাডভোকেট হারাধন দে, নারীনেত্রী নুরজাহান খান এবং শহীদ সন্তান মেহরাজ তাহসান শফী।

সভায় অধ্যাপক রনজিৎ কুমার দে-কে সভাপতি ও মেহরাজ তাহসান শফীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করে বিভাগীয় কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়। এছাড়া আগামী ১৪ জুন বিকেল ৫টায় চেরাগি পাহাড় মোড়ে ফিলিস্তিনের ওপর ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুন ০৮, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।