ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চসিকের ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের নির্দেশনা 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জুন ৯, ২০২৪
চসিকের ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের নির্দেশনা 

চট্টগ্রাম: ভারী বৃষ্টি ও যানবাহনের অতিরিক্ত চাপের কারণে নগরের প্রধান সড়ক ও অলিগলির ক্ষতিগ্রস্ত অংশ ঈদুল আজহার আগেই সংস্কারের নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর।  

রোববার (৯ জুন) সকালে নগর ভবনের সম্মেলন কক্ষে চসিক প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

চসিকের প্রধান প্রকৌশলী শাহীন-উল-ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা, রিফাতুল করিম চৌধুরী, আশিকুল ইসলাম, আনোয়ার জাহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুন ৯, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।